সোনালি ঘাসের ছোঁয়ায় সেজে উঠছে টালা বারোয়ারি মণ্ডপ

  • মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে
  •  সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা
  • কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিম, প্য়ান্ডেল, আলোর রোশনাই দিয়ে সাজানোর প্রস্তুতি
  • সেই প্রস্তুতিতে ব্যস্ত টালা বারোয়ারিও

/ Updated: Sep 27 2019, 12:48 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৯৯তম বর্ষে দাঁড়িয়ে “সোনায়মোরা ৯৯” এর কাহিনীই এবার বলবে টালা বারোয়ারি। উত্তরের ঐতিহ্যশালী এই পুজোর এবারের থিমের পোশাকি নাম “সোনায় মোরা ৯৯”। প্রথমবার শিল্পী সন্দীপ সাহার ভাবনা ও সৃজনে সেজে উঠছে টালার মণ্ডপ।সোনালি ঘাসের বিভিন্ন পর্যায়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে গোটা মণ্ডপজুড়ে।শিল্পীর কথায় কলকাতার পুজোয় সোনালি ঘাসের মণ্ডপ আগে কখনো হয়নি। মণ্ডপসজ্জায় ব্যবহৃত এই সোনালি ঘাস আনানো হচ্ছে মূলত বিহার ও উড়িষ্যা থেকে। ভারতবর্ষের আর কোথাও এই ঘাস পাওয়া যায়না।মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাবেকি প্রতিমা সাজিয়ে তুলছেন শিল্পী সৌমেন পাল এবং তাঁর সহযোগী মৃৎশিল্পীরা।