ফুরিয়ে আসছে জল, গুরুত্বপূর্ণ বার্তা দিয়েই এবার মায়ের আরাধনায় সুগম সুধির আবাসন
মহামায়াতলার সুগম সুধীর আবাসন। আবাসনটি বয়সে নেহাতই শিশু। গত বছরই প্রথমবার দুর্গাপুজো হয়েছিল এই আবাসনে। তখনও বেশিরভাগ ফ্ল্যাটই ফাঁকা। তবু যেই কয়েকজন ছিলেন তারাই সাহস করে নেমেছিলেন পুজো করতে। আর প্রথমবারেই সফল আয়োজনে নিজেরাই চমকে গিয়েছিলেন বাসিন্দারা। এইবার তাই সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা। ছোট থেকে বড় সবাই অংশ নিচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। পুজোর চারদিন ধরেই মণ্ডপে চলবে খাওয়া দাওয়া। আর সেই সঙ্গে প্যান্ডেলে থাকছে এক প্রয়োজনীয় বার্তা। দ্রুত ফুরিয়ে আসছে জল। জলাভাবটাই ভবিষ্যতে সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দেবে।
মহামায়াতলার সুগম সুধীর আবাসন। আবাসনটি বয়সে নেহাতই শিশু। গত বছরই প্রথমবার দুর্গাপুজো হয়েছিল এই আবাসনে। তখনও বেশিরভাগ ফ্ল্যাটই ফাঁকা। তবু যেই কয়েকজন ছিলেন তারাই সাহস করে নেমেছিলেন পুজো করতে। আর প্রথমবারেই সফল আয়োজনে নিজেরাই চমকে গিয়েছিলেন বাসিন্দারা। এইবার তাই সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা। ছোট থেকে বড় সবাই অংশ নিচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। পুজোর চারদিন ধরেই মণ্ডপে চলবে খাওয়া দাওয়া। আর সেই সঙ্গে প্যান্ডেলে থাকছে এক প্রয়োজনীয় বার্তা। দ্রুত ফুরিয়ে আসছে জল। জলাভাবটাই ভবিষ্যতে সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দেবে।