সল্টলেকের বিসি ব্লকের পুজোয় দুর্গা প্রতিমার সঙ্গে থাকছে নতুন চমক

  • নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করেছে পুজো কমিটি ও ক্লাবগুলি
  • অভিনব ভাবনার পুজোয় প্রকাশ ঘটতে চলেছে সল্টলেক বিসি ব্লকে
  • সল্টলেকের অন্যতম পুজো এবার ৪৩ তম বর্ষে পদার্পণ করছে
  • এবারের পুজোর এই ক্লাবের ট্যাগ লাইন আমি সেই মেয়ে দুর্গা
/ Updated: Sep 26 2019, 09:49 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার দুর্গাপুজোয় প্রতিমার সঙ্গে সঙ্গে মহাদেবকেও দর্শনার্থীদের সামনে আনতে চলেছেন এখানকার পূজো উদ্যোক্তারা। তাদের কথায় দুর্গার স্বামী হওয়া সত্ত্বেও পুজোর এই ৫ দিন বলতে গেলে উপেক্ষিতই থাকতে হয় শিবকে। সেই আক্ষেপ মেটাতেই এবার তাদের মণ্ডপটি গড়ে উঠছে শিবমমন্দিরের আকারে। মন্দিরের ধাঁচে তৈরি এই মণ্ডপের মাথায় থাকছে এক বিরাট শিবলিঙ্গ। তারই মাঝে থাকবে স্বয়ং মা দুর্গার উজ্জ্বল উপস্থিতি, যে উপস্থিতিকে কেন্দ্র করে তাদের এবারের পুজোর ট্যাগ লাইন "আমি সেই মেয়ে দুর্গা"।