সন্ধিপুজোর আড়ম্বরে প্রথা মেনেই মেতে উঠল ঠনঠনিয়া দত্ত বাড়ি, দেখুন ভিডিও
- কলকাতার বনেদিবাড়ির পুজোর তালিকায় দত্তবাড়ি বড় নাম
- এই পরিবারের দুর্গাপুজোর ইতিহাস কয়েশ বছরের পুরনো
- ঠনঠনিয়া দত্ত বাড়ি-র পুজো দেখতে বহু মানুষই ভিড় করে
- সেই দত্ত বাড়ির অন্দরমহলে মহাষ্টমীতে পৌঁছল এশিয়ানেট নিউজ
অন্যান্য বনেদিবাড়ির মতো দুর্গা পুজোয় মাতৃ আরাধনায় মেতে উঠেছে কলকাতার ঠনঠনিয়া দত্ত বাড়ি। ফি বছরই পুজোর সময়ে দত্ত বাড়ির সদস্যরা একত্রিত হয়ে মাতৃ আরাধনায় সামিল হন। এবারও তার অন্যথা হয়নি। কয়েক শ বছর ধরে চলে আসা এই বনেদিবাড়ির পুজোয় পারিবারিক কিছু নিজস্ব আচার ও বিধি রয়েছে। মহাষ্টমীতে সেই আচার ও বিধি মেনেই পুজো হয়ে থাকে। এবারও সেই আচার মেনেই মহাষ্টমীতে তাই চালকুমড়ো বলি অনুষ্ঠিত হয়। এরপরপরই সন্ধিপুজোর আড়ম্বর শুরু হয়। সন্ধিপুজোতে ১০৮টি প্রদীপ-কে প্রজ্জ্বলিত করেন বাড়ির সধবা সদস্যরা।