মহালয়ায় কাঞ্চনকন্যা রুপে মায়ের আগমনী অনুষ্ঠান সন্তোষ মিত্র স্কোয়ারে
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জোহি...... জাগো তুমি জাগো.....। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা । মর্তে মায়ের আগমনী। মাটির টানে ফের একবছর পর বাপের বাড়িতে উমা। উন্মাদনায় মেতেছে তিল্লোত্তমা। মহালয়ার আগের সন্ধ্যায় যার আঁচ পাওয়া গেল মধ্য় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গনে। কাঞ্চনকন্যা রুপে এবছর সোনার দুর্গার আরাধনা হবে শহর কলকাতার বিখ্যাত এই পুজো মণ্ডপে। নারি শক্তির শুভ সূচনায় রাতভোর সেলিব্রেশনে মাতলেন পুজো উদ্যোক্তারা। তাতে বয়সের সীমা পেরিয়ে সামিল থাকল ৮ থেকে ৮০। বাড়তি পাওনা হিসাবে ছিল তারকাদের বিশেষ অনুষ্ঠান। বাঙালির কাছে মহালয়ার সকাল মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দ্দিনী। শনিবার ভোরে সেই বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহালয়া পাঠ দিয়েই শুরু হল সন্তোষ মিত্র স্কোয়ারের দেবীপক্ষ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জোহি...... জাগো তুমি জাগো.....। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা । মর্তে মায়ের আগমনী। মাটির টানে ফের একবছর পর বাপের বাড়িতে উমা। উন্মাদনায় মেতেছে তিল্লোত্তমা। মহালয়ার আগের সন্ধ্যায় যার আঁচ পাওয়া গেল মধ্য় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গনে। কাঞ্চনকন্যা রুপে এবছর সোনার দুর্গার আরাধনা হবে শহর কলকাতার বিখ্যাত এই পুজো মণ্ডপে। নারি শক্তির শুভ সূচনায় রাতভোর সেলিব্রেশনে মাতলেন পুজো উদ্যোক্তারা। তাতে বয়সের সীমা পেরিয়ে সামিল থাকল ৮ থেকে ৮০। বাড়তি পাওনা হিসাবে ছিল তারকাদের বিশেষ অনুষ্ঠান। বাঙালির কাছে মহালয়ার সকাল মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দ্দিনী। শনিবার ভোরে সেই বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহালয়া পাঠ দিয়েই শুরু হল সন্তোষ মিত্র স্কোয়ারের দেবীপক্ষ।