সুরের ঝঙ্কারে মেতে উঠল পুজোর আড্ডা, শৈশব থেকে কালবেলার সফরে জয় সরকার
- জয় সরকার মানেই সুরের ঝঙ্কার
- সেই সুরের ঝঙ্কারেই যেন তৈরি হল কবিতা
- আর তা আছড়ে পড়ল পুজোর আড্ডায়
- হাসি আর মজার সঙ্গে গান- জমে উঠল পুজোর আড্ডা
বাংলার বর্তমান সময়ে যে গান সকলের মন কাড়ে, যে সুরে লোকে বুদ হয়ে থাকে- সেই সুরের জাদুকরের নাম জয় সরকার। আসলে জয় মানেই এক রাশ উচ্ছ্বলতা, সুরের ভেলায় সফর করা। তাই তাঁর সঙ্গে আড্ডা মানেই সুর আর কথা-র মেলবন্ধন। যার অন্যথা হল না পুজোর আড্ডাতেও। সুরের কারবারি জয় মেলে ধরলেন শৈশবের একগুচ্ছ কথা। যেখানে বারবার বিচরণ করল তাঁর ছোট্টবেলায় কাটানো দুর্গাপুজোর কথা। এল বড়বেলার কথাও। এল তাঁর বড়বেলার বদলে যাওয়া দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে সঙ্গীত কেরিয়ারের এক খোলা চিঠি। যা কখনও কথার মাধ্যমে, কখনও গিটারের তারের টানে ডানা মেলল এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরার সামনে।