Asianet News BanglaAsianet News Bangla

'অন্তলীন', অভিনব থিমে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯ জিতে নিল লালাবাগান সর্বজনীন, দেখুন ভিডিও

Oct 10, 2019, 4:18 PM IST

উত্তর কলকাতার দুর্গাপুজোগুলির প্রত্য়েকবারই চমক দিয়ে থাকে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব। এই বছরই তাঁদের থিম ছিল 'অন্তলীন'। ভগবৎগীতা অনুযায়ী মানুষ পূণ্য কাজ করলে স্বর্গে য়ায়, আর খারাপ কাজ করলে মৃত্য়ুর পর স্থান হয় নরকে। এই বিষয় ভাবনা নিয়েই এই বছর সেজে উঠেছিল লালাবাগান সর্বজনীনের পূজা মন্ডপ। আর এই বিষয় ভাবনা দিয়েই তারা জিতে নিয়েছে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।

 

Video Top Stories