কোনও সুস্থ সম্পর্কে 'ইমোশনাল ম্যানিপুলেশন' থাকা কখনই উচিত নয়, এই সমস্যা ডেকে আনতে পারে বড় বিপদ

ভালোবাসার সম্পর্কে অনেক পার্টনারেরই হুমকি দেওয়ার প্রবনতা থাকে। এমনটা হলে আগে থেকেই সতর্ক হয়ে যান। অনেকেরই সন্দেহ করার মানসিকতা থাকে। পার্টনার এমন হলে তাঁর এমন মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করুন। অনেকেই পার্টনারকে ছোট করেন বা গায়ে হাত তোলেন। এমন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ায় ভালো। আপনার পার্টনার আপনাকে সব সময় ভুল প্রমাণ করতে চাইছেন না তো। তাহলে এখনই সতর্ক হয়ে যান। অনেক পার্টনারেরই ইমোশনাল ব্ল্যাকমেলাররা (Emotional blackmail) করার প্রবণতা। মাথায় রাখবেন এটা কিন্তু একে বারেই ভালো লক্ষণ নয়। 

/ Updated: Sep 28 2021, 10:04 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভালোবাসার সম্পর্কে অনেক পার্টনারেরই হুমকি দেওয়ার প্রবনতা থাকে। এমনটা হলে আগে থেকেই সতর্ক হয়ে যান। অনেকেরই সন্দেহ করার মানসিকতা থাকে। পার্টনার এমন হলে তাঁর এমন মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করুন। অনেকেই পার্টনারকে ছোট করেন বা গায়ে হাত তোলেন। এমন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ায় ভালো। আপনার পার্টনার আপনাকে সব সময় ভুল প্রমাণ করতে চাইছেন না তো। তাহলে এখনই সতর্ক হয়ে যান। অনেক পার্টনারেরই ইমোশনাল ব্ল্যাকমেলাররা (Emotional blackmail) করার প্রবণতা। মাথায় রাখবেন এটা কিন্তু একে বারেই ভালো লক্ষণ নয়।