চোখের জলে উমা বিদায়, বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন

চোখের  জলে উমা বিদায়। আসছে বছর আবার হবে। ফের একবছরের অপেক্ষা। প্রতিমা নিরঞ্জনের চিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বিজয়া দশমী। পুজোর শেষ দিনে চোখের জলে প্রতিমা নিরঞ্জন বাজা কদমতলা ঘাটে। বছর ঘোরার অপেক্ষায় বাঙালিরা।

/ Updated: Oct 09 2019, 01:03 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চোখের জলে উমা বিদায়। আসছে বছর আবার হবে। ফের একবছরের অপেক্ষা। প্রতিমা নিরঞ্জনের চিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বিজয়া দশমী। পুজোর শেষ দিনে চোখের জলে প্রতিমা নিরঞ্জন বাজা কদমতলা ঘাটে। বছর ঘোরার অপেক্ষায় বাঙালিরা। চোখের জলেই উমাকে বিদায় জানালো শহর কলকাতা। বনেদি বাড়ি থেকে শুরু করে বাড়োওয়ারি ও সর্বজনীন পুজোর ভাসান বাজা কদমতলা ঘাটে।