অলম্পিক জয়ের কৌশল কী, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনব বিন্দ্রা

অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনা জয়ী শুটার তিনি। অলিম্পিক জয়ের পিছনে ছিল তাঁর ১৫ বছরের কঠোর পরিশ্রম। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক জয়ের স্বপ্ন তিনি প্রতিদিন দেখতেন। দীর্ঘ পরিশ্রমের পর সেই স্বপ্নই সফল হয় তাঁর। 'বেজিংয়ে প্রথম শটের আগেই আমি জয়ী হয়ে গিয়েছিলাম'। 'নিজের চোখে আমি নিজে জিতে গিয়েছিলাম আমি'। এমনটাই বললেন অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জয়ী তিনি। এখন তিনি সবাইকে অলিম্পিক জয়ের জন্য উৎসাহ দিচ্ছেন। অলিম্পিক শুরুর আগে এখন আর কয়েক দিনের অপেক্ষা। এবার টোকিও অলিম্পিক্সে ১২৬ জনের দল নিয়ে যাচ্ছে ভারত। তাঁদেরই এখন অনুপ্রেরণা জোগাচ্ছেন অভিনব বিন্দ্রা।


 

/ Updated: Jul 15 2021, 09:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনা জয়ী শুটার তিনি। অলিম্পিক জয়ের পিছনে ছিল তাঁর ১৫ বছরের কঠোর পরিশ্রম। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক জয়ের স্বপ্ন তিনি প্রতিদিন দেখতেন। দীর্ঘ পরিশ্রমের পর সেই স্বপ্নই সফল হয় তাঁর। 'বেজিংয়ে প্রথম শটের আগেই আমি জয়ী হয়ে গিয়েছিলাম'। 'নিজের চোখে আমি নিজে জিতে গিয়েছিলাম আমি'। এমনটাই বললেন অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জয়ী তিনি। এখন তিনি সবাইকে অলিম্পিক জয়ের জন্য উৎসাহ দিচ্ছেন। অলিম্পিক শুরুর আগে এখন আর কয়েক দিনের অপেক্ষা। এবার টোকিও অলিম্পিক্সে ১২৬ জনের দল নিয়ে যাচ্ছে ভারত। তাঁদেরই এখন অনুপ্রেরণা জোগাচ্ছেন অভিনব বিন্দ্রা।