গোলাপি বল এখন অতীত, ছুটির মেজাজে স্কুল পড়ুয়াদের মাঝে বাংলাদেশ ক্রিকেটার মেহদি
- গোলাপি বলের টেস্ট শেষ করে দুর্গাপুরে মেহদি
- দুর্গাপুরের এক বেসরকারি স্কুলের পড়ুয়াদের মাঝে বাংলাদেশ ক্রিকেটার
- পড়ুয়াদের সঙ্গে আলাপ চারিতা, সেলফি সহ অটোগ্রাফ মেহদির
- মঙ্গলবার কালিঘাটে পুজো দিলেন বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস
দুর্গাপুরের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের আমন্ত্রনে এসেছিলেন বাংলাদেশের প্রতিশ্রুতিবান ক্রিকেটার মেহদি হাসান । ছাত্রছাত্রীদের ভালবাসায় আপ্লুত মিরাজ জানালেন যে দুর্গাপুরে না এলে তিনি জানতেই পারতেননা যে বাংলাদেশের ক্রিকেটাররা এত জনপ্রিয় এখানে । স্কুল পরিদর্শন করা কালীন মাঝে মধ্যেই খুদে পড়ুয়াদের দ্বারা ঘেরাও হয়ে পড়ছিলেন । সবারই আবদার , সেলফি আর অটোগ্রাফ । নিরাশ করেননি কাউকেই , অকাতরে বিলিয়েছেন অটোগ্রাফ , ছবিও তুলেছেন সবার সঙ্গেই । মেহদির পাশাপাশি গোটা বাংলাদেশ দলই এখন রয়েছে কলকাতায়। টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলেও, কিছুদিন কলকাতায় কাটিয়ে নিজেদের ফের একবার তরতাজা করে নিয়েই দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেটাররা।