মুখোমুখি যুদ্ধে কে কাকে কেমন দিয়েছেন টক্কর, আইপিএল চ্যালেঞ্জে পঞ্জাব বনাম বেঙ্গালুরু 'হেড টু হেড'

  • আইপিএল-এ ফের মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • কার দিকে জয়ের পাল্লা ভারি, কার আছে কোনও রেকর্ড
  • কে এগিয়েছে পরিসংখ্যানে, কে করেছে সেরা বল
  • হেড টু হেড ক্ল্যাশে দুই দলের পরিসংখ্যান একনজরে

/ Updated: Sep 24 2020, 08:38 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৪ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল-এর মঞ্চে দুই দলের দ্বৈরথের পরিসংখ্যানটা--- 
মোট ২৪ টি ম্যাচের মধ্যে বেঙ্গালুরু জয়ী ১২ ম্যাচে ও পঞ্জাবও জয়ী ১২ ম্যাচে। একটি ম্যাচে বেঙ্গালুরু জয় পায় ১৭ রানে। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু -এর জয় ৮ উইকেটে। তৃতীয় ম্যাচে বেঙ্গালুরু ১০ উইকেটে জয় পায়। চতুর্থ ম্যাচে বেঙ্গালুরু জেতে ৪ উইকেটে। পঞ্চম ম্যাচে পঞ্জাব জয় পায় ১৯ রানে। ২০১৪ সালে মরুদেশে হওয়া আইপিএল-এ সাক্ষাৎ হয়েছিল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। পঞ্জাব ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছিল। বেঙ্গালুরু ২০ ওভারে ৮ উইকেটে ১২৪  রান হয়েছিল সেই ম্যাচে। সেই ম্যাচে বেঙ্গালুরু ৫ উইকেটে জয়ী হয়েছিল। শন মার্শ ২৬৬ রান। ক্রিস গেইল ৭৭৪ রান। পীযূষ চাওলা (কেইপি)- ১৭ রানে ৪ উইকেট। শ্রীনাথ অরবিন্দ (আরসিবি)- ১৪ রানে ৪ উইকেট। কিংস ইলেভেন পঞ্জাব- ২ উইকেটে ২৩২ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৩ উইকেটে ২২৬ রান। সন্দীপ শর্মা (কেইপি)- ১৬। যুজবেন্দ্র চহাল (আরসিবি)- ১৯। অ্যাডাম গিলক্রিস্ট ১০৬ রান। ক্রিস গেইল ১১৭ রান।