মুখোমুখি যুদ্ধে কে কাকে কেমন দিয়েছেন টক্কর, আইপিএল চ্যালেঞ্জে মুম্বই বনাম কলকাতার 'হেড টু হেড'

  • আইপিএল-এ ফের মুখোমুখি কলকাতা ও মুম্বই
  • কার দিকে জয়ের পাল্লা ভারি, কার আছে কোনও রেকর্ড
  • কে এগিয়েছে পরিসংখ্যানে, কে করেছে সেরা বল
  • হেড টু হেড ক্ল্যাশে দুই দলের পরিসংখ্যান একনজরে
     

/ Updated: Sep 23 2020, 06:47 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইপিএল কলকাতা ও মুম্বই একে অপরের বিরুদ্ধে ২৫ টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মুম্বই জয়ী- ১৯ ম্যাচে। কলকাতা জয় পেয়েছে  ৬ ম্যাচে। শেষ ৫ ম্যাচের চ্যালেঞ্জে দেখা যাচ্ছে  ৪টি ম্যাচে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। ১ টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। শেষ ৫ ম্যাচে- কত রান ও উইকেটে জয়। একটি ম্যাচে মুম্বই জয় পায় ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে কেকেআর-এর জয় ৩৪ রানে। তৃতীয় ম্যাচে মুম্বই ১০২ রানে জয় পায়।  চতুর্থ ম্যাচে মুম্বই জেতে ১৩ রানে। পঞ্চম ম্যাচে মুম্বই জয় পায় ৬ উইকেটে।  কলকাতা বনাম মুম্বই-এর শেষ মোলাকাত। ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছিল।  
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৬০ বলে ৯২ রানের পার্টনারশিপ করেন। মুম্বই ৯ উইকেটে জয়ী হয়েছিল সেই ম্যাচে। মরুদেশে দুই দলের শেষ মোলাকাত। ২০১৪ সালে মরুদেশে হওয়া আইপিএল-এ সাক্ষাৎ হয়েছিল। আবু ধাবি-র শেষ জায়েদ স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে মুম্বই ৭ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয়েছিল। সেই ম্যাচে ৪১ রানে মুম্বই-কে হারিয়েছিল কলকাতা। এবার নজর দেওয়া যাক দুই দলের মধ্যে সেরা কিছু পারফরম্যান্সে। সেরা পারফর্মার- ব্যাটিং। রোহিত শর্মা- ৭০৮ রান। গৌতম গম্ভীর ৩৪৯ রান। সেরা পারফর্মার- এক ইনিংসে সেরা রান। রোহিত শর্মা- অপরাজিত ১০৯ রান। মণীশ পাণ্ডে- অপরাজিত ৮১ রান। সেরা বোলিং পারফরম্যান্স। মুম্বই-এর করণ শর্মা ১৬ রানে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন। কেকেআর-এর সুনীল নারিনের ১৫ রানে ৪ উইকেট সংগ্রহ করার রেকর্ড রয়েছে। দলগত সর্বোচ্চ রান। মুম্বই ইন্ডিয়ান্স করেছিল ২১০ রান। এতে তারা ৬ টি উইকেট হারিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স- ২৩২ রান করেছিল ২ উইকেট হারিয়ে।