মণিপুরের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা চানু -র জেতার লড়াইয়ের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম
দিনটা ১৯৯৪ সালের ৮ই অগাস্ট, মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে জন্মগ্রহণ করেন সাঁইখোম মীরাবাই চানু। সেখানেই বেড়ে ওঠা তাঁর। মাত্র ১২ বছর বয়সে ওয়েটলিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন চানু। জাতীয় স্তরে ২০১৪ সালে প্রথম সাফল্য পান। তারপরেই অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় তাঁর। ২০১৬ -র রিও অলিম্পিকে জয়ী হতে না পারলেও থামেনি লড়াই। ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। ৪৮ কেজি ওজন তুলে ভরত্তোলনে সোনা জিতেছিলেন তিনি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমেও সোনা জেতেন তিনি। ২০২০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। মীরাবাঈ চানু -র সেই স্বপ্নই পূরণ হল টোকিও অলিম্পিক্সে। ভরত্তোলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিক্সে এটাই প্রথম পদক ভারতের। পদক জিতে দেশকে গর্বীত করলেন তিনি।
দিনটা ১৯৯৪ সালের ৮ই অগাস্ট, মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে জন্মগ্রহণ করেন সাঁইখোম মীরাবাই চানু। সেখানেই বেড়ে ওঠা তাঁর। মাত্র ১২ বছর বয়সে ওয়েটলিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন চানু। জাতীয় স্তরে ২০১৪ সালে প্রথম সাফল্য পান। তারপরেই অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় তাঁর। ২০১৬ -র রিও অলিম্পিকে জয়ী হতে না পারলেও থামেনি লড়াই। ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। ৪৮ কেজি ওজন তুলে ভরত্তোলনে সোনা জিতেছিলেন তিনি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমেও সোনা জেতেন তিনি। ২০২০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। মীরাবাঈ চানু -র সেই স্বপ্নই পূরণ হল টোকিও অলিম্পিক্সে। ভরত্তোলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিক্সে এটাই প্রথম পদক ভারতের। পদক জিতে দেশকে গর্বীত করলেন তিনি।