Asianet News BanglaAsianet News Bangla

সোনা জয়ের পরই সুমিত অন্তিলকে ফোন মোদীর, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Aug 31, 2021, 12:39 PM IST

টোকিও প্যারালিম্পিক্স থেকে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোমবার সুমিত অন্তিল -এর হাত ধরে দ্বিতীয় সোনা আসে ভারতের ঘরে। পুরুষদের এফ ৬৪ বিভাগে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন সুমিত। ৬৮.৫৫ মিটার ছুড়ে জ্যাভলিনে সোনা এনে দিয়েছে সুমিত। সোনা জয়ের পরই সোনার ছেলে সুমিতকে নরেন্দ্র মোদীর ফোন। সুমিতকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।