বছর শেষে ক্রিকেট প্রেমীদের উপহার টিম ইন্ডিয়ার, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় ভারতের

  • অ্যাডিলেডে প্রথম টেস্টে জিতেছিল অস্ট্রেলিয়া
  • মেলবোর্নে তারই পাল্টা জবাব দিল ভারত
  • অ্যাডিলেড টেস্টে হারের পর ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া
  • বক্সিং ডে টেস্টে ৮ উইকেটে জয় মেন ইন ব্লুর
  • একইসঙ্গে সিরিজে ১-১ সমতা ফেরাল অজিঙ্কে রাহানের দল
/ Updated: Dec 29 2020, 02:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অ্যডিলেড টেস্টে লজ্জার হারের পর দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। টেস্ট সিরিজে ঘুড়ে দাঁড়াল ভারতীয় দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে  গোটা ম্য়াচে আধিপত্য বজার রেখে ম্যাচ জিতল অধিনায়ক অজিঙ্কে রাহানের দল। মেলবোর্নে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের দাপটের কাছে মাত্র ১৯১ রানে শেষ হয় ব্যাগি গ্রিনদের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্নাস লাবুশাঙে। জবাবে অধিনায়ক অজিঙ্কে রাহানের দুরন্ত সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৩২৬ রান করে ভারত। ১৩১ রানের লিড পায় টিম ইন্ডিয়া।দ্বিতীয় ইনিংসেও অব্যাহত থাকে অস্ট্রেলিয়ার বিযাটিং বিপর্যয়। ২০০ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ৬৯ রানের লিড নিয়ে, ভারতকে মাত্র ৭০ রানের টার্টেগ দেয় ব্যাগি গ্রিনরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাহানের দল। বিরাট কোহলির অনুপস্থিতে দুরন্ত ব্যাটিং ও অধিনায়কত্বে সকলের নজর কাড়লেন রাহানে। বুঝিয়ে দিলেন অধিনায়কত্বের চাপ সামলানোর জন্য তৈরি তার কাঁধ ও ব্যাট।  পাশাপাশি অভিষেক টেস্টে নজর কাড়লেন শুভমান গিল ও মহম্মদ শিরাজও। এই দুরন্ত জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরাল অজিঙ্কে রাহানের দল। একইসঙ্গে জয় দিয়ে বছর শেষ করল টিম ইন্ডিয়া।