Asianet News BanglaAsianet News Bangla

স্ট্রেন্ট বসানোর পর আপাতত স্থিতিশীল সৌরভ, দেখে নিন কি জানালেন চিকিৎসকরা

  • সফল হয়েছে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি 
  • আপাতত তিনি স্থিতীশীল
  • উঠে বসেছেন হাসপাতালের বিছানায়
  • মেডিক্যাল বুলেটিনে আর কি জানাল উডল্যান্ডস, দেখে নিন
Jan 2, 2021, 7:36 PM IST

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সঙ্গেই ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে তাঁর। আর সেই কারণেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। সফল হয়েছে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি, বুলেটিনে জানাল উডল্যান্ডস। ডক্টর আফতাব খান জানিয়েছেন, সৌরভের একটি আর্টারির ব্লকেজ-কে আপাতত পরিস্কার করে দেওয়া হয়েছে। এই আর্টারির ব্লকেজ খুবই খারাপ জায়গায় ছিল। ব্লকেজ ক্লিয়ার করার পর বুকের ব্যাথা অনেকটাই কমেছে সৌরভের। যে ধরনের ব্যাথা এবং শারীরিক অসুবিধা নিয়ে তিনি উডল্যান্ডসে এসেছিলেন, তার থেকে এখন অনেকটাই রেহাই পেয়েছেন বলেই জানিয়েছেন আফতাব খান। ক্যাথল্যাবে সৌরভের একটি আর্টারিতে স্ট্রেন্ট বসানোর পর তাঁকে আইটিইউ-এর জেনারেল বেডে আনা হয়। সেখানে তিনি বেডে আপাতত উঠে বসেছেন। জ্ঞান রয়েছে এবং কথাও বলতে পারছেন। তবে সৌরভকে আপাতত কম কথা বলতে বলা হয়েছে। হালকা খাবার খেতে দেওয়া হয়েছে তাঁকে।
 

Video Top Stories