আজ আইপিএলে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ
- আজ আইপিএলে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ
- কে জিতবে লড়াই, তা জানতেই অপেক্ষারত ক্রিকেটপ্রেমীরা
- প্রথম ম্যাচে দুই দলকেই পরাজিত হতে হয়েছিল
- প্রথম ম্যাচে হেরে এখন জিততে মরিয়া দুই দলই
আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে কলকাতার ও হায়দরাবাদ। দুই দলই তাদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করছে। আরসিবি -এর বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারের দল হায়দরাবাদকে। অন্যদিকে ৪৯ রানে হারতে হয়েছিল দীনেশ কার্তিকের দলকে। প্রথম ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি দীনেশ কার্তিকের দল কেকেআর। আর এই হারের পেছনের একাধিক কারণ একরকম নিরাশ করেছে কেকেআর সমর্থকদের। প্রথম ম্যাচে কিছু ভুল ত্রুটি ছিল যা শুধরে নিতে দ্বিতীয় ম্যাচে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচে নিখিল নায়েকের জায়গায় রিঙ্কু সিং বা রাহুল ত্রিপাঠির দলে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে, প্রথম ম্যাচে একটুর জন্য জিততে পারেনি সানরাইজার্সের। তাই এই ম্যাচে জেতার জন্য তারাও বেশ কিছু পরিকল্পনা যে করছে তা বলাই বাহুল্য। এই ম্যাচে কিউই অধিনায়ক কেন উইলিয়ানমসনও টিমে থাকতে পারেন। ব্যাটিং লাইনআপ এই দলের চিন্তা থেকেই যাচ্ছে। তবে দলের বোলিং লাই আপ নেহাত মন্দ নয়, আর তাই স্বস্তিতে রেখেছে অধিনায়ক ওয়ার্নারকে। ফলে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদেরও জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। তাই আজ যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে তা বলাই যায়। প্রথম ম্যাচে কলকাতাবাসীর মনস্কামনা পুরণ হয়নি। তবে এই ম্যাচে পুরণ হবে কি না, তা জানার জন্য আর কিছু সময়ের অপেক্ষা