Asianet News BanglaAsianet News Bangla

এ যেন ছোট চানু, ওজন তুলে তাক লাগল এক খুদে

Jul 27, 2021, 5:37 PM IST

টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর জন্য গর্বিত ভারতবাসী। এবার আরও এক চানুর খোঁজ মিলল। তবে এটা জুনিয়ার চানু। চানুকে দেখেই অনুপ্রাণিত এই খুদে। চানুর ভিডিও দেখে হুবহু তাঁর নকল করতে দেখা গেল এই খুদে কে। শুধু তাই নয় তাঁকে দেখেই ওজনও তুলে ফেলল এই খুদে। এই খুদের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। খুদের ভিডিওটি শেয়ার করেছেন চানুও।

Video Top Stories