Asianet News BanglaAsianet News Bangla

ভারতীয় দলের জয়ের খবর আসতেই উৎসবের আমেজ পিআর শ্রীজেশ -এর পরিবারে

Aug 5, 2021, 8:58 PM IST

হকিতে ভারতের জয়ে উচ্ছ্বসিত পিআর শ্রীজেশ -এর পরিবার। ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ। টোকিও অলিম্পিক্সের দিকে তাকিয়ে ছিল তাঁর গোটা পরিবার। ভারতীয় দলের জয়ের খবর পেতেই উৎসবের আমেজ তাঁর পরিবারে। সকাল থেকেই তাঁর পরিবারে চলছিল মিষ্টিমুখ। দুপুর গড়াতেই সেখানে দেখা গেল আতশবাজি ফাটাতে। আতশবাজি ফাটিয়ে আনন্দে মাতলেন শ্রীজেশ -এর পরিবার।

Video Top Stories