কুমারী পুজোর সঙ্গে সঙ্গে সধবা পুজোর চল রয়েছে ঠনঠনিয়াা দত্তবাড়িতে
- কুমারী পুজো দুর্গাপুজোর এক অন্যতম আচার
- মা-কে এখানে কন্যারূপে কল্পনা করে পুজো করা হয়
- কথিত আছে এই আরাধনার মাধ্যমে মা-এর কুমারীত্বকে পুজো করে ভক্তকূল
- তবে এই বিধি পালনে কেউ কেউ আবার কিছু বিশেষত্বকেও অনুসরণ করে থাকেন
কুমারীপুজো দুর্গা আরাধনার এক গুরুত্বপূর্ণ অংশ। এই আচার পালনের মধ্যে রয়েছে এক অসামান্য পুরাণ কথা। আর সেটা হল এই বিধি পালনের মধ্যে দিয়ে আসলে মা-উমাকে কুমারী রূপে পুজো করা হয়। কারণ, শিবের ঘর সংসার সামলানোর আগে উমা-তো একজন কুমারী ছিলেন। সমাজতত্ববিদদের মতে, দুর্গাপুুজোর এই প্রথার সঙ্গে আসলে মিল রয়েছে আমাদের নিত্য সমাজজীবনের মেয়েদের কথকথা। দুর্গাপুজোয় তাই কুমারীপুজোকে এক আলাদা মাত্র দেওয়া হয়। ঠনঠনিয়া দত্তবাড়িতে মহানবমীতে এই কুমারীপুজো হয়ে থাকে। এই বিধি পালনে একটি বিশেষত্বও রয়েছে, আর তা হল কুমারীপুজোর সঙ্গে সঙ্গে এখানে সধবা পুজোও হয়।