Asianet News BanglaAsianet News Bangla

বকখালি ঘুরতে যাওয়ার আগে জেনে নিন এই নতুন নিয়মগুলি, না হলেই পড়তে হবে বড় বিপদে

রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মত দক্ষিণ 24 পরগনা -র বকখালি পর্যটন কেন্দ্রের জন্য এবার চালু হল সরকারি বিধি নিষেধ। এবার থেকে বকখালি সহ সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে হলে লাগবে অন্তত দুটি ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র অথবা ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা -র রিপোর্ট নেগেটিভ হতে হবে। রবিবার সকাল থেকেই সেই নির্দেশিকা লাগু হয়। সেই মত রবিবার সকাল থেকেই নির্দেশ পালনের জন্য বকখালি পর্যটন কেন্দ্রে ঢোকার মুখেই নামখানায় চেকিং এর ছবি ধরা পড়ল। 

Jul 19, 2021, 8:08 PM IST

রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মত দক্ষিণ 24 পরগনা -র বকখালি পর্যটন কেন্দ্রের জন্য এবার চালু হল সরকারি বিধি নিষেধ। এবার থেকে বকখালি সহ সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে হলে লাগবে অন্তত দুটি ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র অথবা ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা -র রিপোর্ট নেগেটিভ হতে হবে। রবিবার সকাল থেকেই সেই নির্দেশিকা লাগু হয়। সেই মত রবিবার সকাল থেকেই নির্দেশ পালনের জন্য বকখালি পর্যটন কেন্দ্রে ঢোকার মুখেই নামখানায় চেকিং এর ছবি ধরা পড়ল।