Dooars Tour- বর্ষা মানে ডুয়ার্সের বুকে সবুজ প্রকৃতির খেলা, যা দেখলে আপনিও মোহিত হবেন
হিমালয়ের পাদদেশ ও পর্বত অঞ্চলের মিলনস্থলে ডুয়ার্স অবস্থিত। সংকোশ নদী দুভাগে ভাগ করেছে ডুয়ার্সকে। এই নদীর পূর্ব অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা অসম ডুয়ার্স। পশ্চিম অংশকে বলা হয় পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স।
ডুয়ার্স (Dooars) শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। বাংলাকে ধন ধান্য পুষ্প ভরা বলে বর্ণনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় (The Beauty of Dooars in Monsoon)। আবার জীবননান্দ (Poet Jibabananda Das) বাংলার রূপ বর্ণনায় লিখেছিলেন 'বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না আর '। ডুয়ার্স যেন মনে করায় বাংলার এই অন্যন্য রূপ আমাদের গর্ব। বর্ষা মানে য়ার্সের বুকে চিরে সবুজের মেলা, দূর হিমালয়ে মেঘের (The Himalaya) খেলা। আর সেই হিমালয়ের বুক থেকে বয়ে আসা নদীর মেলা। ছুটছে রেলগাড়ি (Indian Railways), আর মন ভোলাচ্ছে ডুয়ার্স। হিমালয়ের পাদদেশ ও পর্বত অঞ্চলের মিলনস্থলে ডুয়ার্স অবস্থিত। সংকোশ নদী দুভাগে ভাগ করেছে ডুয়ার্সকে। এই নদীর পূর্ব অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা অসম ডুয়ার্স। পশ্চিম অংশকে বলা হয় পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স। আমাদের ট্রেন এখন পশ্চিমবঙ্গ ডুয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ ডুয়ার্সের মধ্যে পড়ে। অসমের ধুবড়ি, কোকড়াঝাড়, বরপেটা, গোয়ালপাড়া বঙাইগাঁও অসম ডুয়ার্সের মধ্যে। ডুয়ার্সের প্রধান নদী তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, কলজানি, বালাসন। ডুয়ার্সের বেশিরভাগটাই ঘন বনাঞ্চলে ঢাকা। এই বনাঞ্চল গণ্ডার ও হাতির বাসভূমি, এছাড়াও চিতাবাঘ রয়েছে এখানে। এই বনাঞ্চলে প্রচুর সংখ্যক হরিণ এবং ময়ূর, বাইসন দেখতে পাওয়া যায়। এছাড়াও ডুয়ার্সে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।