Asianet News BanglaAsianet News Bangla

ভোটের প্রচার করতে দুয়ারে দুয়ারে অমিত শাহ

  • চতুর্থ দফা নির্বাচনের আগে চলল প্রচার
  • জেলায় জেলায় জোর কদমে প্রচার 
  • মিঠুন থেকে শুরু করে জেপি নাড্ড সবাইকেই দেখা গেল প্রচারে
  • প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  
Apr 9, 2021, 7:03 PM IST

চতুর্থ দফা নির্বাচনের আগে চলল প্রচার। জেলায় জেলায় জোর কদমে চলল ভোটের প্রচার। মিঠুন থেকে শুরু করে জেপি নাড্ডা সবাইকেই দেখা গেল প্রচারে। প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরে বিজেপির প্রচার করতে দেখা গেল অমিত শাহকে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে রীতিমতন প্রচার করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরাও। সবাই মিলেই শুক্রবার প্রচার চালালেন সেখানে।