Asianet News BanglaAsianet News Bangla

'আমার জন্যই সরানো হয়েছে দাদাকে', দাবি ভবতোষ লাহিড়ির

  • উত্তর দিনাজপুর বিজেপির সভাপতি ছিলেন বিশ্বজিত লাহিড়ি
  • তাঁকেই আচমকা পদ থেকে সরিয়ে দেওয়া হয়
  • এই নিয়েই উঠছে নানান প্রশ্ন
  • তাঁর ভাইয়ের দাবি তাঁর জন্যই এমনটা হয়েছে
     
Apr 16, 2021, 7:08 PM IST

উত্তর দিনাজপুর বিজেপির সভাপতি ছিলেন বিশ্বজিত লাহিড়ি। তাঁকেই আচমকা পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়েই উঠছে নানান প্রশ্ন। তাঁর ভাইয়ের দাবি তাঁর জন্যই এমনটা হয়েছে। ভবতোষ লাহিড়ি জনতা ইউনাইটেডের সভাপতি। সেই সঙ্গেই তিনি রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন। তিনি বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাও করছেন। সেই কারণের বিশ্বজিতকে সরানো হয়েছে। এমনটাই দাবি জানাচ্ছেন ভবতোষ।