দু'পয়সার প্রেসের পর এবার দালাল, সাংবাদিকদের অপমানের অভিযোগ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

  • ফের সাংবাদিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য
  • অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
  • সাংবাদিকদের দালাল বলে সম্বোধন
  • মতিবুর রহমান করলেন এমনই মন্তব্য
     

/ Updated: Apr 05 2021, 09:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদ মাধ‍্যম। সেই সংবাদ মাধ্যমকেই বারবার অপমানিত হতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে সাংবাদ মাধ্যমকে দু'পয়সার প্রেসে বলতে শোনা গিয়েছেল মহুয়া মৈত্রকে। এবার সেই সংবাদ মাধ্যমকেই দালাল বললেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান। হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মতিবুর রহমান। ঘটনায় সরব হয়েছেন জেলা সাংবাদিক মহল। সূত্রের খবর,বিজেপির প্রার্থী ঘোষনার পরেই মতিবুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। নির্বাচনে মতিবুর এই প্রথমবার প্রার্থী হয়েছেন। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা হলেও দিল্লিতে থাকেন মতিবুর। স্থানীয় এলাকায় সেভাবে কেউ চেনেন না মতিবুরকে। সর্বোপরি মতিবুরের রাজনৈতিক পরিচয়েও ধোঁয়াশা। মতিবুরের প্রার্থীপদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে। হরিশ্চন্দ্রপুরের মানুষ তাঁকে বহিরাগত তকমা দিয়েছেন।