বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না, দিদির ফোনের জবাব দিলেন বিজেপি নেতা প্রলয়
- বিজেপি নেতা প্রলয় পাল
- তাঁকেই ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ফোন করে পাশে থাকার প্রস্তাব দেন তিনি
- প্রস্তাবে সাফ না করে দেন প্রলয় পাল
- সেই ফোনের কথপকথনের কথাই জানালেন তিনি
ভোটের আমেজে এখন রাজনৈতিক তরজা চরমে। এই ভোটের মাঝেই একটি অডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়। যেখানে শোনা যাচ্ছে তৃণমূল নেত্রী এক বিজেপি নেতার কাছে সাহায্য চাইছেন। বিজেপি নেতা প্রলয় পাল, তাঁকেই ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে পাশে থাকার প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে সাফ না করে দেন প্রলয় পাল। বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না তিনি, এমনটাই বলতে শোনা যায় তাঁকে। অধিকারী পরিবারের সঙ্গেও তাঁর বিশেষ সম্পর্কের কথা জানান তিনি। তাই তাঁদের সঙ্গেই থাকবেন তিনি। রেসিডেন্ট না পাওয়ারও ক্ষোভ প্রকাশ করেন তিনি।