ব়্যালির পারমিশন নেই, বাধা ডোর টু ডোরেও, প্রতিবাদে সরব বিজেপি সমর্থকদের পাশে শ্রাবন্তী
- শ্রাবন্তী-পায়েলের সঙ্গে ব়্যালি করার কথা ছিল মহাগুরুর
- তার অনুমতির জন্য আবেদনও করা হয়
- পরে সেই পারমিশন ক্যান্সেল করে দেওয়া হয়
- এমনকি ডোর টু ডোর করতে দেওয়াও হচ্ছে না
- এই অভিযোগ তুলেই প্রতিবাদ বিজেপি কর্মীদের
শ্রাবন্তী-পায়েলের সঙ্গে ব়্যালি করার কথা ছিল মহাগুরুর। তার অনুমতির জন্য আবেদনও করা হয়। পরে সেই পারমিশন ক্যান্সেল করে দেওয়া হয় বলে অভিযোগ । সেই সময় তারা জানায় ডোর টু ডোর করতে কোনও পারমিশন -এর প্রয়োজন হয়না, তাই তারা ডোর টু ডোর করতে চায়। এমনকি ডোর টু ডোর করতে দেওয়াও হচ্ছে না তাদের, এই অভিযোগ তুলেই প্রতিবাদ বিজেপি কর্মীদের। থানা ঘেরাও করে চলে সেখানে প্রতিবাদ। তাঁদের সঙ্গে প্রতিবাদে সরব হন শ্রাবন্তীও।