Asianet News BanglaAsianet News Bangla

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে ভিড় মধ্যমগ্রামে, ব্যপক যানজটে ব্যাহত হয় যান চলাচল

  • শুক্রবার মধ্যমগ্রামে অমিত শাহ -র রোড শো
  • স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ
  • তার জেরেই ব্যাপক যানজট হয় চৌমাথা মোড়ে
  • সেখানে সবার উদ্দেশে পদ্মে ছাপ দেওয়ার ডাক দেন শাহ
     
Apr 9, 2021, 9:45 PM IST

শুক্রবার মধ্যমগ্রামে অমিত শাহ -র রোড শো। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। তার জেরেই ব্যাপক যানজট হয় মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে। সেখানেই বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সবার উদ্দেশে পদ্মে ছাপ দেওয়ার ডাক দেন শাহ। সবার উদ্দেশে সভার শেষ হলে বাড়ি গিয়ে ৫০ জনকে ফোন করে পদ্মে ছাপ দেওয়ার কথা বলেন তিনি। তবেই বাংলায় আসবে মোদী সরকার, বললেন অমিত শাহ।