Asianet News BanglaAsianet News Bangla

সকাল সকাল বাজারে ভিড়, আংশিক লকডাউনের প্রথম দিনের ছবি প্রকাশ্যে

  • রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন
  • লকডাউনের প্রথম দিনেই উপচে পড়া ভিড় বাজারে
  • এমনই ছবি দেখা গেল কেষ্টপুর মিশন বাজারে
  • দশটা বেজে গেলেও সেখানে দেখা গিয়েছে ভিড়
  • পড়ে পুলিশের তৎপরতায় বন্ধ হয় বাজার
May 1, 2021, 4:42 PM IST

করোনার কথা ভেবে রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন। সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লকডাউনের প্রথম দিনেই উপচে পড়া ভিড় বাজারে। এমনই ছবি দেখা গেল কেষ্টপুর মিশন বাজারে। দশটা বেজে গেলেও সেখানে দেখা গিয়েছে ভিড়। পড়ে পুলিশের তৎপরতায় বন্ধ হয় বাজার।

Video Top Stories