কেমন আছে লালগড়ের মানুষ, মাওবাদের আতঙ্ক ভুলে কোন পথে লালগড়

  • ভোটের দামাময় লালগড়ে এশিয়ানেট নিউজ বাংলা
  • কেমন আছে লালগড়ের মানুষ
  • মাওবাদের আতঙ্ক ভুলে কোন পথে লালগড়
  • তা জানতে হাজির হওয়া গ্রাউন্ড জিরো-তে

/ Updated: Mar 26 2021, 03:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চারপাশ জঙ্গলে মোরা একটা গ্রাম, লালগড়। একসময় সেখানেই মাওবাদের রাজত্ব ছিল। সেই ভয়েই প্রতিটা মুহূর্ত কাটত সেখানকার মানুষদের। এখন সেই ভয় কাটলেও সেখানে উন্নয়ন প্রায় নেই বললেই চলে। দারিদ্রতার মধ্যেই দিন কাটান সেখানকার মানুষরা। আগের থেকে কিছুটা উন্নত হলেও। অধিকাংশ পরিবারের রোজগার সামান্য। অভাব অনটনের মধ্যে দিয়েই সেখানকার মানুষদের দিন কাটে সেখানে। সেই রক্তে রাঙা লালগড়ে আজ ক্ষোভের আগুন জ্বলছে।