দিন ঠিক না হলেও ভোটের প্রস্তুতি তুঙ্গে, এবার শুরু হল ভোটের প্রশিক্ষণও

  • ভোটের আগে এখন দিন গুনছে সকলেই
  • ভোটের দিন এখনও ঠিক হয়নি
  • ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি
  • শুরু হল বুথ কর্মীদের ভোটের প্রশিক্ষণও
/ Updated: Feb 22 2021, 02:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোটের আগে এখন দিন গুনছে সকলেই। ভোটের দিন এখনও ঠিক হয়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। শুরু হয়েছে বুথ কর্মীদের ভোটের প্রশিক্ষণও। মালদহের চাঁচলে চলে প্রশিক্ষণ। চাঁচল মহাকুমার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন হয়। সেই তালিকায় রয়েছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস হাই স্কুল, চাচল কলেজ ও সামসি কলেজ। রবিবার সেখানে চলে এই প্রশিক্ষণ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিভাবে ভোট করতে হবে তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিন। চাঁচল মহাকুমার চারটি প্রশিক্ষণ কেন্দ্র পর্যবেক্ষণ করেন চাঁচল মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য সহ প্রশাসনের আধিকারিকেরা। সরকারি কর্মী ও স্কুল শিক্ষকেরা ছিলেন সেখানে। এই সমস্ত কর্মীদের করোনা টিকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ২৪, ২৫এবং ২৬ তারিখে তাঁদের টিকাকরণ হবে। করোনা বিধি মেনেই হবে এবারের নির্বাচন। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি এখন তুঙ্গে।