কৈলাসের হাত ধরে শঙ্করের বিজেপিতে যোগ

  • সিপিএম ছেড়ে এবার বিজেপিতে যোগ
  • বিজেপিতে যোগ দিলেন শঙ্কর ঘোষ
  • শিলিগুড়ির দাপুটে নেতা হিসেবেই পরিচিত তিনি
  • সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়
  • তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন শঙ্কর 
/ Updated: Mar 12 2021, 09:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৩০বছর ধরে চলা বাম নীতিকে বিদায় জানিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন শিলিগুড়ি জেলা বামফ্রন্টের দাপুটে নেতা শঙ্কর ঘোষ। শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে বিজেপির রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন শঙ্কর। বিজেপতে যোগদান করে শঙ্কর বলেন পদ নয় নিজেকে মানুষের কাজে বিলিয়ে দিতেই তার এই যোগদান, ৩০বছর ধরে বিদায়ী দলের হয়ে মানুষের জন্য যে ভাবে কাজ করে এসেছেন। কৈলাশ বিজয়বর্গীয় বলেন শঙ্কর গরীবদের জন্য কাজ করতে চায়, যোগদানের আগে বলে ছিলেন যদি বিজেপি সূযোগ দেয় তবে কাজ করে দেখাবো। দেশের প্রধানমন্ত্রী গরীবদের জন্য অনেক প্রকল্প গ্রহন করেছেন আমার মনে হয় শঙ্কর  সেই প্রকল্প গুলির বাস্তব রূপ দেবে। তবে বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য বলেন এই সব বিষয়ে যত কম বলা যায় তত মঙ্গল। আমাদের দল তাকে বহিস্কৃত করেছে তাই তার বিষয়ে কোন কথা বলতে চাই না।