Asianet News BanglaAsianet News Bangla

ভোট পরবর্তী হিংসার তদন্তে বাংলায় কেন্দ্রীয় কমিটির ৪ সদস্য

  • নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলা
  • দিকে দিকে অশান্তির ছবি উঠে আসতে শুরু করে
  • এবার তাই নিয়েই তদন্তে নেমেছে কেন্দ্রীয় কমেটি
  • ৪ জন সদস্য রয়েছে এই কমিটিতে
     
May 7, 2021, 8:46 PM IST

নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। দিকে দিকে অশান্তির ছবি উঠে আসতে শুরু করে। এবার তাই নিয়েই তদন্তে নেমেছে কেন্দ্রীয় কমিটি। ৪ জন সদস্য রয়েছে এই কমিটিতে। কেন্দ্রীয় কমিটির দল সাতগাছিয়া বিধানসভার একাধিক জায়গা ঘুরে দেখেন সেই সঙ্গেই চলে জিজ্ঞাসাবাদও। সাতগাছিয়া বিধানসভার মুচিশা, সাতগাছিয়া মোড়, বাওয়ালি ভাঙ্গা সানের ঘাট মোড়, প্রভৃতি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করেন । সেখানে তাঁদের সঙ্গে ছিলেন নোদাখালি থানার পুলিশও।

Video Top Stories