তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বঙ্গে বেড়েছে বিজেপি, ফের একই অভিযোগের বাণে মমতাকে বিদ্ধ করলেন সুখবিলাস

তোলাবাজি ও সিন্ডিকেটরাজ নিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন জলপাইগুড়ির কংগ্রেস প্রার্থী সুখবিলাস বার্মা। তিনি সাফ জানিয়েছেন, তিনি তোলাবাজিতেও নেই এবং সিন্ডেকেটেও নেই। 

/ Updated: Apr 17 2021, 11:59 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস- একাধিক ইস্যুতেই এই দুই রাজনৈতিক দলকে নিশানা করেছেন সুখবিলাস বার্মা। ২১-এর বাংলা নির্বাচনেও কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রাক্তন এই আএএস। এবার জয় পেলে তিনি টানা তিনবার বিধায়ক হবেন। জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রে তাঁর প্রার্থী পদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এলাকায় বিধায়ক সুখবিলাসকে দেখাই যায় না। যদিও, এই অভিযোগ খণ্ডন করেছেন সুখবিলাস। তিনি সাফ জানিয়েছেন মাসে একাধিকবার তিনি বিধানসভা ক্ষেত্রে আসেন। শেষ এক বছর তিনি আসতে পারেননি কারণ করোনাবিধি কঠোরভাবে লাগু ছিল। কিন্তু, কলকাতা থেকে ফোনে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। লকডাউন এবং করোনাভাইরাসের জেরে যেসব মানুষ বিপদে পড়েছিলেন, তাদের হাতে যথাযথ সাহায্য করেছেন।