Asianet News BanglaAsianet News Bangla

ভালো ফলের আশায় বাড়িতেই মায়ের নাম-গান করলেন মদন

  • অসুস্থতার কারণে চিকিৎসারত ছিলেন মদন মিত্র
  • করোনার জেরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর
  • এখন অবশ্য ভালোই আছেন তিনি
  • নির্বাচনের ফলের দিকেই তাকিয়ে রয়েছেন এখন
  • ভালো ফলের আশায় বাড়িতেই পুজো করেন তিনি
May 2, 2021, 7:15 PM IST

অসুস্থতার কারণে চিকিৎসারত ছিলেন মদন মিত্র। করোনার জেরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এখন অবশ্য ভালোই আছেন তিনি। সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন তিনি। নির্বাচনের ফলের দিকেই তাকিয়ে রয়েছেন এখন। ভালো ফলের আশায় বাড়িতেই পুজো করছেন। মা কালীর আরাধায় মায়ের জন্য গানও গাইছেন। অসুস্থতা ভুলে আনন্দেই রয়েছেন তিনি এখন।

Video Top Stories