Asianet News BanglaAsianet News Bangla

সিঙ্গুর আন্দোলনকারীদের মধ্যে তিনি ছিলেন একজন, নির্বাচনের আগে টাটার শিল্প ও উন্নয়ন নিয়ে সওয়াল মহাদেবের

  • সিঙ্গুর আন্দোলনে লড়াই করেছিলেন মহাদেব বাবু
  • তাঁর মুখেই শোনা গেল দিদির গুণগান 
  • জানালেন, সিঙ্গুরের উন্নয়নের কথা
  • সিঙ্গুর এখন আগের থেকে অনেকটাই উন্নত
  • মিশ্র অর্থনীতি রয়েছে সেখানে
  • এমন কথাও বলতে শোনা গেল তাঁকে
     
Mar 3, 2021, 11:00 AM IST

সিঙ্গুর আন্দোলনে লড়াই করেছিলেন মহাদেব বাবু। তাঁর মুখেই শোনা গেল দিদির গুণগান। জানালেন, সিঙ্গুরের উন্নয়নের কথা। সিঙ্গুর এখন আগের থেকে অনেকটাই উন্নত। মিশ্র অর্থনীতি রয়েছে সেখানে। পাশাপাশি জানালেন, দিদি তাঁর কথা রেখেছেন । সিঙ্গুরের মানুষের পাশে রয়েছেন তিনি। এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। পাশাপাশি শিল্প নিয়েও সওয়াল করলেন তিনি। গুজরাটের টাটার শিল্প  নিয়েও তুললেন একাধিক প্রশ্ন।