পৌঁছয়নি উন্নয়নের আলো, আজও অন্ধকারেই মিঠাম
- বর্তমান সমাজ ব্যবস্থা উন্নয়নের শিখরে
- সেই উন্নয়নের আলো এখনও পৌঁছয়নি মিঠাম গ্রামে
- শিক্ষা থেকে চিকিৎসা, নেই কোনটারই সুব্যবস্থা
- পাকা নয়, কাঁচা রাস্তাই সেখানকার একমাত্র ভরসা
বিধানসভা নির্বাচনের আগে আর মাত্র কটা দিনের অপেক্ষা। ভোট যুদ্ধের লড়াই একরকম শুরু হয়েই গিয়েছে। তবে ভোট নিয়ে যখন গোটা রাজ্য ব্যস্ত ঠিক তখনই একরকম অন্ধকারেই দিন কাটছে মিঠাম গ্রামের মানুষদের। বর্তমান সমাজ ব্যবস্থা উন্নয়নের শিখরে। তবে সেই উন্নয়নের আলো এখনও পৌঁছয়নি এই গ্রামে। বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার অন্তর্গত এই গ্রাম। সেই গ্রামেই এখনও হয়নি কোনও উন্নয়ন। শিক্ষা থেকে চিকিৎসা নেই কোনটারই সুব্যবস্থা। পাকা নয়, কাঁচা রাস্তাই সেখানকার একমাত্র ভরসা। খাবার জলেরও নেই কোনও সঠিক ব্যবস্থা। এখনও একরকম অন্ধকারেই সেখানকার মানুষ।