Asianet News BanglaAsianet News Bangla

ঢাক-ঢোল পিটিয়ে শান্তিপুরে চলল ব্রিগেড সমাবেশের নিমন্ত্রণ

  • ৭ মার্চ বাংলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ব্রিগেডে সমাবেশ রয়েছে তাঁর
  • রাজ্য জুড়ে জোর কদমে চলছে তারই প্রস্তুতি
  • শান্তিপুরে তারই নিমন্ত্রণ চলল ঢাক-ঢোল পিটিয়ে 
Mar 6, 2021, 9:15 PM IST

৭ মার্চ বাংলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে সমাবেশ রয়েছে তাঁর। রাজ্য জুড়ে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। শান্তিপুরে তারই নিমন্ত্রণ চলল ঢাক-ঢোল পিটিয়ে। শনিবার সকাল থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর এছাড়াও শান্তিপুরের একাধিক বিজেপি কর্মী সমর্থক। ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য  নিমন্ত্রণ করেন তারা। ব্রিগেড চলো স্লোগানের মধ্যে দিয়েই চলে নিমন্ত্রণ পত্র বিলি।