ভোট মেটার আগেই মোদীর বড় ঘোষণা, সত্যি কি সরকার গড়ছে বিজেপি

  • দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে
  • সামনে তৃতীয় দফার ভোট বাংলায়
  • তার আগেই প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বিতর্কের ইস্যু তৈরি হয়ে গেল
  • মোদী সাফ বলেই দিলেন বাংলায় হচ্ছে বিজেপি-র সরকার
     

/ Updated: Apr 03 2021, 06:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তারকেশ্বরের বুক থেকেই এক্কেবারে বর্তমান রাজ্য সরকারের মৃত্যু ঘণ্টা কি কার্যত বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কারণ, যেভাবে প্রধানমন্ত্রী মোদী রাজ্যের সরকারি আমলাদের নির্দেশ দিয়েছেন কৃষি অনুদানের তালিকা বানাতে তাতে রাজনৈতিক মহল মনে করছেন এতে বিতর্ক তৈরি হওয়ার যাবতীয় মশালাই রয়েছে। শনিবার তারকেশ্বরে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়েই তিনি সাফ ঘোষণা করেন যে বাংলায় বিজেপি-রই সরকার আসছে। ২ তারিখের পর যত দ্রুত সম্ভব সরকার তৈরি করা হবে। আর সেই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাউন্টে আর্থিক অনুদানও ঢুকে যাবে বলে জানিয়েছেন তিনি। এই কাজে যাতে বিলম্ব না হয় তার জন্য আমলাদের এখন থেকেই কাগজপত্র তৈরি রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।