অভাবের সংসারে ঋণ করেই চলছে আলুর চাষ, এমন চলতে থাকলে ছাড়তে হবে চাষ, সাফ জবাব চাষির

  • ১০ হাজার টাকা কুইন্টালে কেনা আলুর বীজ
  • বিক্রী হচ্ছে মাত্র ৪০০ টাকা কুইন্টালে 
  • মাথায় হাত পড়েছে আলু ব্যবসায়ীদের
  • আলুর বাজার নেই, জানালেন আলু চাষিরা
     
/ Updated: Mar 25 2021, 07:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১০ হাজার টাকা কুইন্টালে কেনা আলুর বীজ। বিক্রী হচ্ছে মাত্র ৪০০ টাকা কুইন্টালে। মাথায় হাত পড়েছে আলু ব্যবসায়ীদের। আলুর বাজার নেই, জানালেন আলু চাষিরা। কষ্টে দিন কাটছে এখন তাদের। সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাষিরা। অভাবে ঋণ করেই চাষ করতে হচ্ছে চাষিদের। এমন চলতে থাকলে ছাড়তে হবে চাষ। সাফ জানিয়ে দিলেন চাষিরা। নির্বাচনের আগে এখন পরিবর্তনের আশায় চাষিরা।