দুই গ্রামের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে চলল রাজ্য সড়ক অবরোধ

  • পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম
  • আকেলপুর গ্রামে চলছিল লোকনাথ ঠাকুরের পুজো 
  • সেই সময় কিছু লোক গ্রামে ঢুকে পড়ে
  • তাঁরা মারধর শুরু করে বলে অভিযোগ
  • এই ঘটনারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

/ Updated: Jan 29 2021, 12:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুই গ্রামের সংঘর্ষে জখম চার। লোকনাথ ঠাকুরের পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রাম। তারই প্রতিবাদে গ্রামের মানুষ সাঁইথিয়া - বহরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। স্থানীয় সূত্রে খবর, ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রামে লোকনাথ ঠাকুরের পুজো চলছিল। সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী সাঁইথিয়া থানার তালতলা গ্রামের কিছু লোক আকেলপুর গ্রামে ঢুকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় যখম হন চার গ্রামবাসী। পরে তাঁদের সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তিও করা হয়। আর এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে অকেলপুর গ্রামের মানুষ। দু'ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। পরে পুলিশ এসে সামাল দেয়।