চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের আগে জেনে নিন ৪৪ টি আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য
- রাজ্যে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফা নির্বাচন
- চতুর্থ দফায় মোট ৪৪ টি আসনে ভোট হবে
- সেই দিকেই তাকিয়ে আছে এখন গোটা রাজ্য
- জেনে নিন এই ৪৪ টি আসন সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য
রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচন রাজ্যে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। প্রথম ও দ্বিতীয় দফায় ৩০ টি আসনের পর তৃতীয় দফায় মোট ৩১ টি আসনে ভোট হয়। চতুর্থ দফায় ভোট হবে ৪৪ টি আসনে। সিতাই, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, চাঁপদানী, চন্দননগর, চণ্ডীতলা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, সিঙ্গুর, শ্রীরামপুর, হাওড়া উত্তর, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট।