ইসকন মন্দিরে শুভেন্দু, খঞ্জনি বাজিয়ে করলেন কীর্তন
- শনিবার মেচেদায় ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী
- নিত্যানন্দ মহাপ্রভুর আর্বিভাব দিবস উপলক্ষে সেখানে যান তিনি
- সেখানে গিয়ে তিনি খঞ্জনি বাজিয়ে কীর্তন করেন
- সেখান থেকে তিনি জানালেন ভগবান তাঁর সঙ্গে আছেন
- পাশাপাশি তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি
ভোটের নির্ঘন্ট প্রকাশের পরের দিনই মেচেদায় ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী। নিত্যানন্দ মহাপ্রভুর আর্বিভাব দিবস উপলক্ষে সেখানে যান তিনি। সেখানে গিয়ে খঞ্জনি বাজিয়ে কীর্তনে করতে দেখা যায় তাঁকে। সেখান থেকে তিনি জানালেন ভগোবান তাঁর সঙ্গে আছেন। তিনি আরও বলেন এটা আমার আস্থার জায়গা সনাতনী ধর্মের জায়গা। পাশাপাশি তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি। তিনি বলেন, সারা বছর যে পড়াশুনা করে পরীক্ষার সময় তাকে চিন্তা করতে হয়না।