Asianet News BanglaAsianet News Bangla

শুধু মোদীজির সভাতেই নয় অমিত শাহ -র সভাতেও থাকতে বলব শিশিরবাবুকে, জোড়াল ইঙ্গিত শুভেন্দুর

  • ২৪ মার্চ কাঁথতে সভা রয়েছে নরেন্দ্র মোদীর
  • ওই সভারই মঞ্চে দেখা যাবে শিশির অধিকারীকে
  • সাফ জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারী
  • চন্ডীপুরের সভা মঞ্চ থেকে তিনি জানালেন এই কথা
     
Mar 17, 2021, 4:58 PM IST

২৪ মার্চ কাঁথতে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। ওই সভারই মঞ্চে দেখা যাবে শিশির অধিকারীকে, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার চন্ডীপুরে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেই সভা মঞ্চ থেকে তিনি জানালেন এই কথা। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা বনি সেনগুপ্তও। 'অমিত শাহর সভাতেও শিশির বাবুকে থাকতে বলবো', এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। অভিযেক বন্দ্যোপাধ্যায়ের তাঁর বাপ তুলে কথা বলা নিয়েও তীব্র নিন্দা করতে শোনা গেল তাঁকে।