চেলা-কাঠ নিয়ে নির্মল মাজিকে ঘেরাও উলুবেড়িয়ার মানুষ, পরিত্রাণ পেতে গিয়ে মাথা ফাটল নিরাপত্তারক্ষীর

  • খবর এসেছিল ভোট লুট হচ্ছে
  • তা রুখতে গিয়ে গ্রামবাসীদের হাতে নিগৃহিত হলেন  ডা. নির্মল মাজি
  • তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের উপর হামলা হয় বলে অভিযোগ
  • এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার-মন্ত্রী
/ Updated: Apr 06 2021, 11:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

খবর এসেছিল ভোট লুট হচ্ছে। আর রুখতে গিয়ে গ্রামবাসীদের হাতে নিগৃহিত হলেন রাজ্যের শ্রমদফতরের বিদায়ী প্রতিমন্ত্রী ডা. নির্মল মাজি। মঙ্গলবার বেলা একটু গড়ানোর পর স্পর্শকাতর বুথ হিসাব পরিচিত আমতার মুক্তিরচক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর এবং তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের উপর হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার-মন্ত্রী। মঙ্গলবার সকালে, আমতার রামসদয় কলেজে নিজের ভোটটা দেওয়ার পরই  মুক্তিরচক প্রাথমিক বিদ্যালয়ের বুথে আসেন হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল মাজি। হামলা হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করেছিলেন তিনি। তাই তাঁকে দেখা যায় হেলমেট পরে বুথ পরিদর্শনে আসতে। আর সেই আশঙ্কাই সত্যি হয়। তিনি ওই এলাকায় পৌঁছতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।