কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন, জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক

  • প্রথম এবং দ্বিতীয় দফার পর রাজ্যে তৃতীয় দফা নির্বাচন
  • ৬ এপ্রিল, মঙ্গলবার ছিল তৃতীয় দফা নির্বাচন
  • কেমন হয়েছে তৃতীয় দফা নির্বাচন
  • জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক
     

/ Updated: Apr 07 2021, 12:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথম এবং দ্বিতীয় দফার পর রাজ্যে তৃতীয় দফা নির্বাচন। ৬ এপ্রিল, মঙ্গলবার ছিল তৃতীয় দফা নির্বাচন। কেমন হয়েছে তৃতীয় দফা নির্বাচন, জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন, এমনটাই জানালেন আরিজ আফতাব। উলুবেড়িয়ায় ইভিএম পাওয়ার ঘটনায় সাসপেন্ড হয়েছেন ৪ জন। এছাড়াও ৩ জন হোমগার্ডকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার মোট গ্রেপ্তার হয়েছে ১১ জন। উলুবেড়িয়া দক্ষিণ কান্ডেও গ্রেফতার হয়েছে ২ জন। মোট গ্রেফতার হয়েছে ১১ জন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী শ্লীতাহানি কাণ্ডে একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কলকাতায় আটজন রিটানিং অফিসার বদলির বিষয় কমিশন জানিয়েছে, তিন বছর একটানা থাকার জন্য এই বদলি। সেই সঙ্গে প্রার্থীদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে। তা নিয়ে কমিশন যথেষ্ট চিন্তিত।