বৃষ্টির পরেই রাজ্যে গরম বাড়ার সম্ভবনা, জানাল আলিপুর আবহাওয়া দফতর
- গরমের মাঝে স্বস্তির নিশ্বাস ফেলেছে রাজ্য
- ৪ তারিখ রাজ্যে প্রবল ঝড়ের সঙ্গে হয়েছে বৃষ্টিও
- যার জেরে কমেছে তাপমাত্রাও
- আবার রাজ্যে তাপমাত্রা বাড়ার সম্ভবনা
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অল্প থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার সঙ্গে চলেছে ঝোড় হাওয়াও। কলকাতায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। যার জেরে প্রচন্ড গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। তবে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে রাজ্যে। ২৪ ঘন্টা পর থেকে দার্জিলিং এবং কালিংপংয়ে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আপাতত রাজ্যে বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটা কমলেও ফের তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ খানিকটা মেঘলা থাকার সম্ভবনা রয়েছে।