রাজনৈতিক হিংসায় উত্তপ্ত গোটা বাংলা, কড়া হুঁশিয়ারি দিলেন জীবন সিংহ
- ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত এখন গোটা বাংলা
- তাই নিয়েই এবার কড়া হুঁশিয়ারি দিলেন জীবন সিংহ
- কেএলও চিফ এই জীবণ সিংহ
- তিনি এখন এই নিয়ে আন্দোলন শুরু করেছেন
- কোথায় এই ভিডিও হয়েছে তা অবশ্য জানা যায়নি
রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা ও সংঘর্ষ নিয়ে কেএলও চিফ জীবন সিংহ এর হুশিয়ারি। ভোটের ফলাফলের পর থেকেই রাজ্য জুড়ে চলছে হিংসা ও সংঘর্ষের পরিবেশ। গত দুদিনে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছেন অন্তত 10 জনের। কোচবিহারেও রাজনৈতিক হিংসার ছবিটা একই রকম। এই মুহূর্তে ঘরছাড়া রয়েছেন প্রায় হাজারের উপরে মানুষ। আহত হয়েছেন শতাধিক। দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অসমের বেশ কিছু অংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের আন্দোলন করেছিলেন কে.এল.ও সুপ্রিমো জীবন সিংহ। কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অনবরত হামলা হচ্ছে বলে অভিযোগ এনে কার্যত রাজ্য সরকারকে ভিডিও বার্তার মাধ্যমে সতর্ক করলেন কে.এল.ও সুপ্রিমো জীবন সিংহ। তিনি তার এই বার্তায় স্পষ্টত রাজবংশী সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান। আবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর ধরে রাজবংশী মানুষদের শোষণ করে গেছে। তাই সমস্ত দল ছেড়ে রাজবংশী জাতীর হয়ে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। এবং এই মুহূর্তে শীতলকুচি তে রাজনৈতিক হিংসার জেরে পার্শ্ববর্তী রাজ্য অসমে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার পরিবার। এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হাজারে হাজারে কে.এল.ও সৈনিক প্রস্তুত রয়েছে যোগ্য জবাব দেবার জন্য। এই ভাষাতেই তিনি কার্যত শাসক দলকে হুঁশিয়ারি দিলেন তার ভিডিও বার্তার মাধ্যমে।