চাকরি নেই- আর্তনাদ হলদিয়ার যুব সমাজের, পেট চালাতে কেউ বিক্রি করছেন লটারির টিকিট

  • হলদিয়া শিল্পাঞ্চলে বাড়ছে বেকারত্বের সংখ্যা
  • একটি সামান্য কাজের প্রতীক্ষায় হাহাকার করছে মানুষ 
  • সবচেয়ে বেশি করে সমস্যায় পড়েছে যুব সমাজ 
  • এঁদের অভিযোগ নেতাদের দুর্নীতিত কাজের সুযোগ কমাচ্ছে
/ Updated: Mar 16 2021, 07:58 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কাজের সংস্থান। যে হলদিয়ায় একটা সময়ে মানুষ কোনও না কোনও কাজে নিয়োযিত হতে পারত, এখন সেখানে মিলছে না কাজের সুযোগ। নতুন কোনও শিল্পের সন্ধান নেই। কিছু পড়ে থাকা শিল্পে কিছু বিস্তারের কাজকর্ম হলেও সেখানে কাজের জায়গায় থাবা বসাচ্ছে নেতাদের দুর্নীতি। বেসরকারি সংস্থায় শ্রমিক পর্যায়ের কারা কাজ করবেন সেখানেও নাকি হস্তক্ষেপ রয়েছে প্রভাবশালী রাজনীতিকদের। এই ক্ষেত্রে সেই নেতাদের পকেটে ভালো উৎকোচের পরিমাণ দান করতে না পারলে কাজ মেলারও সুযোগ নেই। এমনকী শ্রমিক পর্যায়ের থেকেও যদি একটু উচু পদে কাজের সুযোগ থাকে সেখানেও প্রভাব খাটাচ্ছেন নেতারা। হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে সীমিত কিছু কাজের সুযোগ রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পুরসভা-সহ বেশি কিছু সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানেও। কিন্তু, এক্ষেত্রেও কাজের সুযোগ তারাই পাচ্ছেন যারা অর্থ দিয়ে নেতাদের পকেট ভরাতে পারছেন। এমনই অভিযোগ হলদিয়ায় এক দল তরুণের। এঁদের মধ্যে অনেকেই এখন কাজ না পেয়ে হয় গাড়ি চালাচ্ছেন, না হলে রাস্তার ধারে লটারি বিক্রি করছেন অথবা অস্থায়ী বন্দোবস্তের মতো কোনও কাজ করে অর্থ উপার্জনের চেষ্টা করছেন।